Search This Blog

Tuesday, February 28, 2017

কোহলিদের জার্সি থেকে ‘তারকা পতন’


স্টার' সরে যাচ্ছে বিরাট কোহলিদের জার্সি থেকে। স্টার ইন্ডিয়া কোম্পানির সাথে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ মার্চ। প্রতিষ্ঠনটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর এই চুক্তি নবায়নে আগ্রহী নয়।
ভারতীয় ক্রিকেট মানেই ব্যবসা। অথচ সেই বোর্ডের সাথেই আর নাম জড়াতে চাইছে না স্টার ইন্ডিয়া। কারণ হিসেবে তারা যা বলেছে তা একেবারে উড়িয়ে দেয়ার মতো নয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টার জানিয়েছে, বোর্ডের বর্তমান অবস্থার সাথে তারা থাকতে রাজি নয়।
স্টার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা উদয় শংকর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকতে পেরে এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ গর্বিত। কিন্তু আমরা স্বচ্ছ থাকতে চাই। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে স্বচ্ছতার অভাব রয়েছে। স্বচ্ছতার নিশ্চয়তা ছাড়া পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করে যাওয়াটা বেশ কষ্টসাধ্য। তাই আমরা আর চুক্তি নবায়ন করছি না।’
বোর্ডের বর্তমান অবস্থার ওপর প্রতিষ্ঠানটি আস্থা রাখতে পারছে না বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। উদয় শংকর বলেন, ‘বর্তমানে আমাদের না বলার যুক্তি হলো, আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনও প্রধান দেখতে পাচ্ছি না। প্রতিদিনই এর নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যায়। ক্রিকেটের বর্তমান ধারায় নেই এখানকার ক্রিকেট। স্বচ্ছতার অভাব রয়েছে আইসিসি ও বিসিসিআই উভয় জায়গাতে। এখানে আমাদের কয়েক লক্ষ্য ডলার বিনিযোগ করা আছে কিন্তু ঝুঁকিটা অনেক বেশি।’
জাতীয় দলের পাশাপাশি স্টার ইন্ডিয়া ভারতীয় নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দলের জার্সিরও পৃষ্ঠপোষক। তবে জাতীয় দল ছাড়াও অন্যান্য দলের জার্সি থেকেও স্টার সরে যাচ্ছে কিনা তা পরিস্কার করে জানায়নি প্রতিষ্ঠানটি।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

1 comment: