Search This Blog

Tuesday, February 28, 2017

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা টেস্ট দলে পুস্পাকুমারা চমক


মুশফিকুর রহিমদের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এলসি)। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচে ২৭ উইকেট নিয়ে সাড়া ফেলা বাঁ-হাতি স্পিনার মালিন্দা পুস্পাকুমারা।
মঙ্গলবার দেশটির ক্রীড়ামন্ত্রী দায়াসিরি জয়াসাকেরা টেস্ট দল ঘোষণা করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী অধিনায়ক করা হয়েছে রঙ্গনা হেরাথকে। সবমিলিয়ে সাত ব্যাটসম্যান, চার পেসার ও চার স্পিনার নিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা।
স্পিনার পুস্পাকুমারার ঘরোয়া রেকর্ড বেশ ঝলমলে। প্রথম শ্রেণিতে ৯৯ ম্যাচ খেলে সবমিলিয়ে ৫৫৮ উইকেট নিয়েছেন ২৪ বছর  বয়সী এই ক্রিকেটার। তার ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টেস্টে মালিন্দা পুস্পাকুমারাকে জায়গা দেওয়া হয়েছে। ২০১২ সালে প্রথমবারের মতো সে ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে আলোচনায় আসে। সেখানকার পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ‘এ’ দলে জায়গা পায়।’
১৫ সদস্যের শ্রীলঙ্কা দলরঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ কারুনারত্নে, নিরোসান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দীনেশ চান্দিমাল, সুরঙ্গ লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয়া বান্দারা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান এবং মালিন্দা পুস্পাকুমারা।  
সূত্র: শ্রীলঙ্কা ক্রিকেট (এলসি)

No comments:

Post a Comment