Search This Blog

Tuesday, February 28, 2017

নগ্ন উরু কেন দেখাও! সোশ্যাল মিডিয়া লম্পটকে সপাটে লাথালেন মোনালি!!

এই সময় ডিজিটাল ডেস্ক: নিজেদের বিভিন্ন মুহূর্ত ও খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেই সোশ্যাল মিডিয়ায় হাজিরা সেলেবদের। তা থেকেই ট্যুইটার বা ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের জনপ্রিয়তার শুরু। কিন্তু, সাম্প্রতিক বহু ঘটনায় দেখা গেছে, কীভাবে সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার হতে হয় তারকাদের।




প্রতিটি তাজা আপডেট পেতে daliynewsbd এর ফেসবুক পেজ লাইক করুন।

কারোর সন্তানের নাম কী হবে থেকে কার স্ত্রী কোন ধরনের পোশাক পরবেন – সবেতেই নাক গলানোর কুঅভ্যাস রয়েছে নেটিজেনদের একাংশের। আর এর ফলেই সইফ-করিনার ছেলের নাম তৈমুর কেন? বা ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী’র পোশাক কতটা শালীন? তাই নিয়ে মন্তব্যে ভরে যায় ট্যুইটারে। এমনই উদাহরণ দেখা গেল গায়িকা C ক্ষেত্রে।

ইন্সটাগ্রামে সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করেন মোনালি। কালো রঙের শর্ট ড্রেসে ভক্তদের উদ্দেশে ফ্লাইয়িং কিস ছুড়ে দিচ্ছেন গায়িকা। কিন্তু, এই পোশাক নিয়ে আপত্তি জৈনক অমিতের। ‘শর্ট ড্রেস কেন শর্ট?’ এই প্রশ্ন তুলে তিনি মোনালিকে জানান, ‘গানের শো-তে আপনারা অভিভাবকের মতো জ্ঞান দেন। আপনার মনে হয় না, আপনার আরও দায়িত্বশীল ড্রেস পরা উচিত ছিল। এত শর্ট কেন? এতে আপনার পা দেখা যাচ্ছে।’

No comments:

Post a Comment