Search This Blog

Tuesday, February 28, 2017

ফিরছেন রানী মুখার্জী


আবার বড় পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী। সর্বশেষ ২০১৪ সালে ‘মার্দানি’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি। সংসার ও মেয়ে আদিরাকে নিয়ে ব্যস্ত রানীর ভক্তদের জন্য সুখবর। দীর্ঘদিন পরে বলিউডে ফিরছেন তিনি। মনের মতো ছবির স্ক্রিপ্ট পাওয়াতে তার এই ফেরা বলে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

প্রতিবেদন থেকে জানা যায়, সংসার ও মেয়েকে নিয়ে এ সময়টা পার করছেন রানী। মেয়ে কিছুটা বড় হয়েছে। তাই আবার ক্যারিয়ারের দিকে নজর দিয়েছেন তিনি। রানী বলেন, ‘ভালোভাবে ফেরার জন্য একটা জোরদার স্ক্রিপ্ট আমার প্রয়োজন ছিল। সে চিত্রনাট্য এখন পেয়ে গেছি। তাই কামব্যাক করতে আর কোনো বাধা রইল না।’
প্রতিটি তাজা আপডেট পেতে daliynewsbd এর ফেসবুক পেজ লাইক করুন।
জানা যায়, যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘হিচকি’তে পোস্ট প্রেগন্যান্সির চরিত্রে কাজ শুরু করছেন রানী। এই ছবিতে এক মেয়ের গল্প বলবেন পরিচালক। যিনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবেন।
ছবি প্রসঙ্গে রানী বলেন, ‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। ‘হিচকি’ আমাকে সেই সুযোগটা দেবে আশা করি। আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি আমরা নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে আমরা যেকোনো পরিস্থিতিতে জিতবই।

No comments:

Post a Comment