Search This Blog

Tuesday, February 28, 2017

৭ এপ্রিল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

                               প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
চারদিনের সরকারি সফরে আগামী ৭ এপ্রিল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের কর্মসূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লির কূটনৈতিক সূত্র।
আলোচিত এ সফরে শেখ হাসিনা নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত করবেন। সবশেষে ১০ এপ্রিল শেখ হাসিনা দেশে ফিরবেন।
ভারতের পররাষ্ট্রসচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর গত সপ্তাহে বাংলাদেশ সফরের সময় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী দফতের শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল প্রতীক্ষিত এ সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং ধাপে ধাপে উন্নয়ন উদ্যোগের পাশাপাশি যোগাযোগ সংযুক্তির বিষয়টি গুরুত্ব পাবে। তবে শেখ হাসিনার এ সফরে বাংলাদেশের অন্যতম প্রধান ইস্যু ‘তিস্তা চুক্তি’ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: ইত্তেফাক অনলাইন

No comments:

Post a Comment