বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে চলমান গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। আজ বুধবার এখন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪১২ রান। আজ দ্বিতীয় দিন শুধুমাত্র কুসল মেন্ডিসের উইকেটটি তুলে নিতে পেরেছেন বাংলাদেশি বোলাররা্। দ্বিশতক থেকে মাত্র ৬ রান দূরে থাকতে (১৯৪) মিরাজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মেন্ডিস।
এর আগে প্রথম দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ ৩২১ রান। আর সফরকারীদের ঝুঁলিতে উঠে মাত্র ৪টি উইকেট।
এদিকে গত সারাদিনে উইকেট শূন্য থাকা তাসকিন আহমেদ দিনশেষে তুলে নেন ৮৫ রান করা আসিলা গুনারত্নের উইকেট। এরফলে দীর্ঘ উইকেট খরা ঘোঁচে বাংলাদেশ শিবিরে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহদি হাসান মিরাজ ও শুভাশীষ রায়।
এরআগে গতকাল মঙ্গলবার সকালে কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
বল হাতে নিয়ে এদিন ম্যাচের ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারে বল হাতে আসেন শুভাশীষ। এসেই চতুর্থ ডেলিভারিতে ফিরিয়ে দেন উপল থারাঙ্গাকাকে। এর পরের বলেই কুশাল মেন্ডিসকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিলেন শুভাশীষ। তবে তার দুর্ভাগ্য। পঞ্চম ডেলিভারিটি নো বল থাকায় সে যাত্র বেঁচে যান মেন্ডিস। আর ভাগ্যবলে মেন্ডিসের এই বেঁচে যাওয়াই দিনশেষে কাল হয়েছে বাংলাদেশের।
এদিন বেঁচে ফেরার সুযোগ কাজে লাগিয়েছেন মেন্ডিস। তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সঙ্গে দিনশেষে অপরাজিত ছিলেন ১৬৬ রান নিয়ে।
ম্যাচের ২৩তম ওভারে নিজের তৃতীয় ওভারে বল হাতে আসেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় ডেলিভারিতেই তুলে নিয়েছেন দিমুথ করুনারত্নের উইকেটটি। আউট হওয়ার আগে করুনারত্নে ২টি চারের মারে ৩০ রান করেন।
মেন্ডিস-চান্লদিমালের জুটিতে ভালই এগিয়ে চলছিল শ্রীলঙ্কা। এ দু’জনের ৩২ রানের জুটি ভেঙেছেন দীর্ঘদিন পর টেস্টে ফেরা মুস্তাফিজুর রহমান। মিরাজের হাতে ক্যাচ দিয়ে ৫৪ বলে ৫ রান করে সাজঘরে ফিরেন চান্দিমাল। দলীয় ৯২ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড : দিমুথ করুনারত্নে, উপল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান দিকবালা (উইকেটরক্ষক), আসিলান গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।
নিউজ সূএে: আমাদের সময়
No comments:
Post a Comment