Search This Blog

Thursday, March 9, 2017

হঠাৎ তামিমের পাগলামি

ক্রীড়া প্রতিবেদক : কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না, তাই অনন্যোপায় লক্ষ্মণ সান্দাকান জোরের ওপর বল ছাড়লেন তামিম ইকবালের লেগস্টাম্পে। ফ্লিকের মতো করেছিলেন বাংলাদেশি ওপেনার। একটা শব্দ হওয়ায় লঙ্কান উইকেটরক্ষক নিরোশন ডিকভেলা কট বিহাইন্ডের আবেদনও করেছিলেন। কিন্তু কী ভেবে প্রান্ত বদলের জন্য ভোঁ দৌড় তামিমের। ডিকভেলার হাতে তখন রাজ্যের সময় স্টাম্প ভাঙার। তিনি তা করেছেন এবং স্ট্রাইকিং এন্ডে থেকে রান আউট তামিম, যেটাকে হালের ‘ব্রেইন-ফেইড’ ছাড়া আর কিছু ভাবতে পারছেন না বাংলাদেশ দলের কোচ চন্দিকা হাতুরাসিংহে।

ব্যাটসম্যানের রান আউট হওয়া নতুন কিছু নয়। ফলো থ্রুতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা ব্যাটসম্যানকে সিলি ফিল্ডারদের রান আউট করার বিস্তর ঘটনা আছে ক্রিকেটে। তবে নিয়মিত ব্যাপার তো আর নয়। তাই গলের মরা উইকেটে ব্যাটসম্যানদের দাপটের দিনে তামিমের আউটটাই হয়ে আছে হাইলাইট। ঘটনার অন্যতম সাক্ষী ডিকভেলাকেও যেমন বলতে হলো ওই আউটের ঘটনাক্রম, ‘বল তামিমের প্যাডে লেগেছিল। কিন্তু আমি বল ধরতে পারিনি ভেবে ও ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সে সুযোগে আমি বেলস তুলে ফেলি। অবশ্য এর আগে একসঙ্গে কট বিহাইন্ড এবং এলবিডাব্লিউর আবেদন করেছিলাম। ’ এ আশায় যদি কোনোটায় রাজি হন আম্পায়ার! ভুল ভেবে তামিম বেরিয়ে পড়ায় তার আর দরকার হয়নি।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া হাতুরাসিংহের কাছে অবধারিতভাবে গেলও প্রশ্নটা। তামিমের ওভাবে আউট হওয়ার কারণ খুঁজতে গিয়ে হতাশার সঙ্গে খানিক রসিকতাও করেছেন বাংলাদেশ কোচ, “ওর (তামিম) সঙ্গে আমার এখনো কথা হয়নি। তবে আমার মনে হয়, আপনারাও নিশ্চয় শুনেছেন ইদানীং ক্রিকেটে একটা হৈচৈ ফেলে দেওয়া শব্দ আছে, ‘ব্রেইন ফেইড’। আমার ধারণা তামিমের বেলাতেও তা-ই হয়েছে। ঘটনাটা খুবই হতাশার, কারণ ওই সময় আমরা তরতরিয়ে এগিয়ে যাচ্ছিলাম। খুব ভালো ব্যাটিং করছিলাম, উইকেটেও কিছু ছিল না। আর তামিম নিজেও খুব ভালো ব্যাটিং করছিল। ইনিংসটাকে ওর টেনে নিয়ে যাওয়া দেখে খুব ভালো লাগছিল। হতে পারে, ও হয়তো মনে করেছিল কিপারের পেছনে চলে গেছে বল। দেখে-টেখে ওই একটা শব্দই বলতে পারি, ব্রেইন ফেইড। ”